অক্সিজেন-শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ

অক্সিজেন-শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ

অক্সিজেন-শয্যা সংখ্যা বাড়ানোর নির্দেশ

দেশের সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ ও করোনা রোগীদের জন্য শয্যা বাড়াতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

এদিন সকালে সারাদেশের সব বিভাগ ও জেলার সাথে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।এ সময় সভায় সংযুক্ত সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়।

সূত্র জানিয়েছে, উচ্চ পর্যায়ের এ বৈঠক থেকে করোনা সংক্রমণ রোধে মাঠ প্রশাসনকে বেশ কিছু ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। এছাড়া, উপসর্গ নিয়ে মেলামেশা ঠেকাতে প্রয়োজনে উপজেলা প্রশাসনের মাধ্যমে আইসোলেশন নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

করোনাভাইরাসের তাণ্ডব এখন দেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ায় এ নির্দেশনা এলো।এ পর্যন্ত দেশে কারোনায় মারা গেছেন ১৫ হাজার ৫৯৩ জন। শনাক্ত রোগীর সংখ্যা ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জন।পরিস্থিতির ভয়াবহতার উচ্চঝুঁকিতে রয়েছে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা।