নেত্রকোনায় দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

নেত্রকোনায় দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

নেত্রকোনায় দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত

জাহাঙ্গীর আলম, নেত্রকোনা: গত কয়েকদিনের টানা বর্ষণ আর পাহাড়ী ঢলের ফলে নেত্রকোনা ধনু নদীর পানি বৃদ্ধি অব্যহত রয়েছে। এতে নেত্রকোনা জেলার দুটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পার্শ্ববর্তী জেলা সুনামগঞ্জের বন্যার পানি সুরমা নদী দিয়ে ধনু নদীতে প্রবেশ করছে। এতে ধনু নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার ১৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার খালিয়াজুরি ও মদন উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।