সুনামগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে জরিমানা

সুনামগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে জরিমানা

সুনামগঞ্জে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রির দায়ে জরিমানা-

নেত্রকোনা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার একটি বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে কয়েকজন ব্যবসায়ীকে জরিমান করে আদালত।

রবিবার (১১ জুলাই) জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়ন এর মধ্যনগর বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ির বিরুদ্ধে অভিজান পরিচালনা করা হয়।

ধর্মপাশা উপজেলার দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু তালেবের নেতৃত্বে ভ্রাম্যমাদ আদালত পরিচালিত হয়। এ সময় বাজারে বিভিন্ন দোকান থেকে নকল ব্যান্ডরোল যুক্ত ২৫ হাজার শলাকা রাজা বিড়ি ও রোমান বিড়ি জব্দ করা হয়। এই অপরাধের জন্য দোকান মালিকদের ২০ হাজার টাকা নগদ জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।