যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৭ জনের মুত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৭ জনের মুত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৭ জনের মুত্যু

গত ২৪ ঘন্টায় যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১২ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান যশোর ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ। তিনি আরও বলেন, করোনায় মৃতদের মধ্যে ১১ জন পুরুষ ও ১ জন মহিলা। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ৫ জন মহিলা ও ১ জন পুরুষ । এদের সকলের বয়স ৪০ থেকে ৮০ বছরের মধ্যে।

করোনায় মৃতরা হলেন,যশোর সদর উপজেলার ঘোপের বাসিন্দা মৃত আবদুর রহিমের ছেলে ৭৫ বছর বয়সী রওশন আলী,ঝিকরগাছা উপজেলার দীন মোহাম্মদের ছেলে ৬২ বছর বয়সী আলাউদ্দিন,  কেশবপুর উপজেলার মকসেদ মোড়লের ছেলে ৪৫ বছর বয়সী শাখাওয়াত,বাঘারপাড়া উপজেলার মথুরাপুর এলাকার কাজি আবুল খায়েরের ছেলে ৭০ বছর বয়সী ফারুক, ঝিকরগাছার বাসিন্দা আলোকের ছেলে ৭০ বছর বয়সী আকবর আলী , যশোর সদর উপজেলার সুলতানপুরের বাসিন্দা মৃত ইউসুফের ছেলে ৫৫ বছর বয়সী নুর ইসলাম,বাঘারপাড়া উপজেলার  রায়পুরের বাসিন্দা আব্দুল মজিদের ছেলে  ৩৮ বছর বয়সী আল আমিন,সদর উপজেলার খালদা রোডের বাসিন্দা মৃত পাচু খানের ছেলে ৭৮ বছর বয়সী আকবার আলী,চৌগাছা উপজেলার ম্ঠাচাকলা এলাকার মৃত হক আলীর ছেলে ৬৫ বছর বয়সী ইসমাইল।

এছাড়া ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার কুলা বাজার এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী ৬০ বছর বয়সী মমতাজ বেগম,একই এলাকার বলিদা পাড়ার বাসিন্দা বজলুর রহমানের ছেলে ৫০ বছর বয়সী সাত্তার ,চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মনোহরপুর  এলাকার বাসিন্দা  মোঃ আলীর ছেলের ৫৮ বছর বয়সী সোলাইমান।

করোনা উপসর্গ নিয়ে মৃতরা হলেন,যশোর জেলার মণিরামপুর উপজেলার জামালপুরের মৃত রফিকুলের স্ত্রী ৭৫ বছর বয়সী শাহিনুর নাহার, একই উপজেলার চালকিডাঙ্গার আশ্রম আলীর স্ত্রী ৭০ বছর বয়সী জরিনা ,বাঘারপাড়া উপজেলার খাজুরার বাসিন্দা আয়জুরের স্ত্রী ৪০ বছর বয়সী শাহিদা,যশোর শহরের শংকরপুর চোপদার পাড়ার বাসিন্দা আকরামের ছেলে ৮০ বছর বয়সী আলমগীর এবং ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার শাখারগাতি এলাকার বাসিন্দা রনজিতের স্ত্রী ৬০ বছর বয়সী শিখা রানী।এদিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৬২ জন এবং  উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৬৬ জন। গত ২৪ ঘন্টায় ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২১১ জন আক্রান্ত হয়েছেন।