কুরবানি উপলক্ষে যশোরে চালু হলো অনলাইন পশুহাট

কুরবানি উপলক্ষে যশোরে চালু হলো অনলাইন পশুহাট

কুরবানি উপলক্ষে যশোরে চালু হলো অনলাইন পশুহাট

ঈদুল আযহায় পশু ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে যশোরে চালু হলো অনলাইন পশুহাট। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ’যশোর হাট’ নামের অনলাইন প্লাটফর্মের উদ্বোধন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। তিনি বলেন, করোনা সংক্রমন রোধে সরকার ঘোষিত লকডাউনে জেলার সকল পশুহাট বন্ধ থাকায় খামারীদের সুবিধার্থে ‘যশোর হাট’ প্লাটফর্মটি চালু করা হলো।

এটি ডিজিটাল যশোরের আধুনিক বাজার ব্যবস্থাপনাকে আরো উন্নতি করবে। শুধু ঈদুল আযহার পশুর বেচাকেনা নয়, যশোরের খেঁজুরের গুড়, নকশি কাঁথা ও গদখালীর ফুলও এই অনলাইন প্লাটফর্মে কেনা-বেচা করা যাবে। অনলাইন এই হাটে বর্তমানে ১ হাজার ২৬৮টি পশু বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, পৌর মেয়র হায়দার গণি খান পলাশ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বখতিয়ার হোসেন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।