নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা

নেপালের  নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবা

নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন বিরোধী দলীয় নেতা শের বাহাদুর দেউবা।ইতোমধ্যে তাকে শপথ পড়ানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। কোন সময়ে তাকে শপথ পড়ানো হবে তা অল্প সময়ের মধ্যে জানানোর কথা রয়েছে। এ নিয়ে তিনি ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হতে চলেছেন। সোমবার সুপ্রিম কোর্ট থেকে বিলুপ্ত পার্লামেন্ট পুনর্বহালের নির্দেশ দেয়া হয়। একই সঙ্গে শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন কেপি শর্মা ওলি। তিনিই রাজনৈতিক চালে এর আগে পার্লামেন্ট ভেঙে দেন।
অনলাইন জি নিউজ সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেউবাকে শপথ পড়ানোর আয়োজন শুরু হয়েছে।

আদালতের বেঁধে দেয়া সময়ের আগেই নতুন প্রধানমন্ত্রীর শপথ পড়ানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে দেউবার প্রধানমন্ত্রী হওয়ার পথ পরিষ্কার হয়েছে। কিন্তু তাতেও জট কাটছে না। কারণ, তাকে প্রধানমন্ত্রী পদে টিকে থাকতে হলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ ভোট নিশ্চিত করতে হবে।

সিপিএন-ইউএমএল তাদের সমর্থন প্রত্যাহার করার ফলে সংখ্যাগরিষ্ঠতায় কিছুটা পিছিয়ে আছেন দেউবা। কয়েক মাসের আন্তঃদলীয় বিভক্তির ফলে মাধব কুমার নেপালের নেতৃত্বে ক্ষমতাসীন সিপিএন-ইউএমএল নিজেদেরকে আলাদা করে ফেলে জোট থেকে। তারা কেপি শর্মা ওলির বিরুদ্ধে লড়াই করতে এমন সিদ্ধান্ত নেয়। কিন্তুনিজেদের ভিতরকার দ্বন্দ্বকে কবর দিতে কেপি শর্মা ওলি এবং মাধব কুমার নেপালের নেতৃত্বাধীন ইউএমএল-এর দুই অংশ রোববার রাতে ১০ দফা চুক্তিতে পৌঁছেছে।