নেপালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১,৬৩৯; মৃত্যু ১২

নেপালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১,৬৩৯; মৃত্যু ১২

নেপালে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১,৬৩৯; মৃত্যু ১২-

হিমালয় কণ্যা নেপালে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৬৩৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ৭৭৮ জন ছাড়াল। গত ২৪ ঘন্টায় ১২ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) নেপালের স্বাস্থ্য মন্ত্রনালয়ের বরাত দিয়ে কাঠমান্ডুপোস্ট জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশটিতে ৭ হাজার ৫৮ জন করোনা পরীক্ষা করেছেন। এরমধ্যে ১,৬৩৯ জন কোভিড-১৯ পজেটিভ। অন্য দিকে ৩,৯৫৪ জন অ্যান্টিজেন টেস্ট করিয়েছেন। যার মধ্যে ৭৫৯ জনের অ্যান্টিজেন টেস্ট পজেটিভ পাওয়া গেছে।

নেপালের স্বাস্থ্য মন্ত্রনালয়ের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। তবে নেপাল আর্মি জানিয়েছে, দেশটিতে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৪১২ জনের। বর্তমানে নেপালে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ২৬ হাজার ২৬১ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২,০৭৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহর থেকে কোভিড-১৯ সংক্রমণ শুরু হয়। বর্তমানে বিশ্বের ২১৮ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি এ ভাইরাস।