যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ জানান, হাসপাতালে করোনায় ৯ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতরা যশোর ,মাগুরা ও ঝিনাউদহ জেলার বাসিন্দা।

করোনায় মৃতরা হলেন,যশোর কোতয়ালী থানার বাজে দূর্গাপুরের বাসিন্দা আবদুল খালেকের স্ত্রী ৬০ বছর বয়সী জামেলা বেগম,সদর উপজেলার রায়পাড়ার বাসিন্দা মৃত মকবুলের স্ত্রী ৬০ বছর বয়সী হাজেরা, একই উপজেলা রঘুনাথপুরের বাসিন্দা সামসুদ্দিনের ছেলে ৭০ বছর বয়সী মুতাহার, বাঘারপাড়া উপজেলার ভিটা বল্লা গ্রামের বাসিন্দা সুলতানের স্ত্রী ৭০ বছর বয়সী মোমেনা বেগম,চৌগাছা উপজেলার ফরিদপুরের বাসিন্দা কফিল উদ্দিনের ছেলে ৭০ বছর বয়সী বজলুর রহমান ,একই উপজেলার ফুলসারার বাসিন্দা মোহাতাবের ছেলে ৬৫ বছর বয়সী আলাউদ্দিন,ঝিকরগাছা উপজেলার মোবারক পুরের মৃত আহমেদ দফাদারের ছেলে ৭৫ বছর বয়সী জুরন দফাদার,ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরের চাঁদপাড়ার আমির আলীর ছেলে ২৬ বছর বয়সী সুমন,ঝিনাইদহ জেলার কালিগঞ্জের সদর আলীর ছেলে ৬০ বছর বয়সী ইয়াহিয়া।

উপসর্গ নিয়ে মৃতবরন করেছেন,যশোর শহরের ষষ্টিতলার বাসিন্দা মৃত দাউদ হোসেনের স্ত্রী ৭০ বছর বয়সী আমেনা এবং চাঁচড়ার রশিদুর রহমানের ছেলে ৬১ বছর বয়সী কাজি ওহিদুর, বাঘারপাড়া উপজেলার ধুপখালি এলাকার বাসিন্দা ইসরাইলের ছেলে ৯০ বছর বয়সী আবুল হোসেন,মাগুরা জেলার শালিখার আড়–য়া কান্দির বাসিন্দা সামসুল্লা পাটোয়ারীর ছেলে ৬৫ বছর বয়সী নুরুল ইসলাম, ঝিনাইদহ জেলার মহেশপুরের মৃত ইসহাকের স্ত্রী ৬০ বছর  বয়সী মনোয়ারা।এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।