এক দিনে ডেঙ্গু আক্রান্ত আরও ৮১ জন

এক দিনে ডেঙ্গু আক্রান্ত আরও ৮১ জন

এক দিনে ডেঙ্গু আক্রান্ত আরও ৮১ জন

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যেই শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ৮১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্যসেবা অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য  অনুযায়ী, শনিবার সকালে ডেঙ্গু আক্রান্ত প্রায় ৩৩৬ জন রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৩৩১ জন রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং পাঁচজন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে রয়েছেন।

জানুয়ারি থেকে প্রায় ১১৯৯ জন  ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি  রয়েছেন এবং তার মধ্যে  ৮০১ জন সুস্থ হয়ে  বাড়ি ফিরেছেন।

বুধবার ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস ।নগরীর ৩৬নং ওয়ার্ডের তাঁতীবাজার মোড়ে একটি অস্থায়ী বর্জ্য নিষ্পত্তি কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি ।

সূত্র : ইউএনবি