পাটুরিয়ায় যাত্রীর চাপ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

পাটুরিয়ায় যাত্রীর চাপ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

পাটুরিয়ায় যাত্রীর চাপ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

সোমবার সকাল থেকে তেমন ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়। একটি ফেরিতেই গাদাগাদি করে হুমড়ি খেয়ে ফেরিতে উঠছে মানুষ। সামাজিক দূরত্ব বালাই মাত্র নেই এখানে, মাস্ক পরছেন না অনেক যাত্রী।

ফেরিঘাটের মত লঞ্চঘাটেও একই চিত্র, পর্যাপ্ত পরিমাণ লঞ্চ থাকার কারণে যাত্রীদের দুর্ভোগ নেই। তবে স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। লঞ্চঘাট কর্তৃপক্ষ চেষ্টা করছেন স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পারাপার করার জন্য। কিন্তু যাত্রীরাই স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব মানছেন না।

বিআইড‌ব্লিউ‌টি‌সি মানিগঞ্জের ডি‌জিএম জিল্লুর রহমান বলেন, মোট ১৬টি ফেরি দিয়ে যাত্রী এবং যানবাহন পারাপার করছেন। প্রয়োজ‌নে ফে‌রির সংখ্যা বাড়া‌নো হ‌বে।

সূত্র : ইউএনবি