যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে পুরুষের থেকে মহিলাদের মৃত্যুর হার বেশী। গত ২৪ ঘন্টায় জেলায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ জানান,করোনায় ৮ জন এবং উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, পুরুষের তুলনায় মহিলাদের মৃত্যুর হার বেশী । করোনায় মৃতদের  ৮ জনের মধ্যে ৫ জনই মহিলা এবং উপসর্গ নিয়ে মৃতদের ৫ জনের মধ্যে ৪ জনই মহিলা।

মৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর হালদার বাসিন্দা লোকমানের স্ত্রী ৮০ বছর বয়সী জবেদা,মাগুরা জেলার আড়পাড়া শালিখার কাওছার আলীর ছেলে ৭০ বছর বয়সী আমজাদ আলী,নড়াইল সদর উপজেলার চরবিলা শাহাবাস এলাকার বাসিন্দা আবু দাউদ এর ছেলে ৫০ বছর বয়সী কামরুজ্জামান,ঝিনাইদহ জেলার কোটচঁদপুরের পাচ পাতিল এলাকার বাসিন্দা আতিয়ারের স্ত্রী ৬০ বছর বয়সী হালিমা, যশোর বাঘারপাড়া উপজেলার রায়পাড়ার মৃত আবদুল আজিমের পুত্র ৬৫ বছর বয়সী আতিয়ার রহমান,সদও উপজেলার মৃত ইয়াজউদ্দিনের স্ত্রী ৭০ বছর বয়সী আলেয়া,একই উপজেলার মাঠবাড়ীর বাসিন্দা নাজিমুদ্দিনের স্ত্রী ৪৭ বছর বয়সী আনোয়ারা,একই উপজেলার সুজলপুর জামতলার গৌর দাসের স্ত্রী ৩৫ বছর বয়সী স্বরসতি।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন,নড়াইল জেলার সদও উপজেলার ইনতাজউদ্দিনের স্ত্রী হাসিনা,ঝিনাইদহ জেলার মহেশপুর নাটিয়ার জাফরের স্ত্রী ৩০ বছর বয়সী ফাতেমা,যশোর চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুরের অন্তরের স্ত্রী ৫৫ বছর বয়সী নুরজাহান,বাঘারপাড়া উপজেলার রেজাউল ইসলামের ছেলে ৪৪ বছর বয়সী কাজল,যশোর শহরের রেলগেটের বাসিন্দা আশরাফ আলীর স্ত্রী ৭৫ বছর বয়সী হাফিজা,এছাড়া গত ২৪ ঘন্টায় ৭১২ জনের নমুনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।