টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু

টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ জুলাই) ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভিলেজার পাড়ার ছৈয়দ আলমের তিন শিশুপুত্র ও দু'মেয়ে।

স্থানীয় চেয়ারম্যান রাসেদ মোহাম্মদ আলী এ তথ‌্য নিশ্চিত করে জানান, মৃতদের মধ‌্যে তিন শিশুপুত্র ও দুকিশোরী রয়েছে। আজ ভোররাতে স্থানীয়রা পাহাড়ি মাটির নিচে চাপা পড়া থেকে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এদিকে গত সোমবার বিকাল থেকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভাসছে কক্সবাজার জেলার ৯ উপজেলার শতাধিক গ্রাম। টানা বৃষ্টি ও সেইসাথে পূর্ণিমার জোয়ারে নদী-সাগরের পানি বেড়ে যাওয়া ও পাহাড়ি ঢলের কারণে পানিবন্দি হয়ে পড়েছে কক্সবাজারের অন্তত ৫ লাখ মানুষ। পাহাড়ি ঢলে বিধস্ত হয়েছে দুই শতাধিক ঘর-বাড়ি।

কক্সবাজার জেলা প্রশাসনের তথ্যমতে, সোমবার রাত থেকে কক্সবাজার জেলায় টানা বর্ষণ চলছে। এতে জেলার ৯টি উপজেলাতেই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঈদগাঁও, উখিয়া, টেকনাফ ও মহেশখালিতে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।