ঢাবির সাবেক অধ্যাপক সালেহীন কাদরী আর নেই

ঢাবির সাবেক অধ্যাপক সালেহীন কাদরী আর নেই

ঢাবির সাবেক অধ্যাপক সালেহীন কাদরী আর নেই

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

ড. কাদরী র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া বাংলাদেশী বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরীর স্বামী।তার মৃত্যুতে ঢাবি ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় ভিসি বলেন, অধ্যাপক ড.সাইয়াদ সালেহীন কাদরী ছিলেন ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজির এনজাইমোলজি বিষয়ে বিশেষজ্ঞ ও বিশিষ্ট গবেষক। নিবেদিতপ্রাণ এই শিক্ষক ও গবেষক প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ভিসি বলেন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিষয়ক শিক্ষার বিস্তার ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য গুণী এই অধ্যাপক স্মরণীয় হয়ে থাকবেন।তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।