৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

স্বাগতিক বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের  প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে  শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড। দলীয় ৯ রানের মাথায় হারিয়েছে ৪উইকেট।

ইনিংসের প্রথম ওভারে মেহেদির ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে গোল্ডেন ডাকে ফিরেছেন অভিষিক্ত রাচিন রবিন্দ্র। ওভারের তৃতীয় বলে তাকে ফিরতি ক্যাচ বানান টাইগার অফস্পিনার। এরপর তৃতীয় ওভারে এসে সাকিব আল হাসান বোল্ড করেছেন উইল ইয়ংকে (৫)।  এর পরে নাসুমে বলে ক্যাচ দিয়ে কলিন ডি ও সাজ ঘরে ফেরেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে  ২২ রান।নিকোলাস ৫ আর অধিনায়ক টম লাথাম ১২ রানে অপরাজিত আছেন।

এর আগে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। যার ফলে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। 

বাংলাদেশকে হাতছানি দিচ্ছে ইতিহাস। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনও জেতেনি টাইগাররা। এর আগে দশবারের দেখায় প্রতিবারই পরাজয় হয়েছে সঙ্গী। এবার সেই ব্যর্থতার বৃত্ত ভাঙার পালা।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন দ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মাহাদি হাসান, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল

রাচিন রবীন্দ্র, কলিন ডি গ্র্যান্ডহোম, উইল ইয়ং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনি, ডগ ব্রাসওয়েল, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও জ্যাকব ডাফি।