সিলেট-৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন

সিলেট-৩ আসনে ভোটগ্রহণ সম্পন্ন

শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টায় সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো এ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ সম্পন্ন হলো। কিছু কিছু অভিযোগ থাকলেও বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর কিছুটা বেড়েছে। প্রথমবারের মতো ইভিএম মেশিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।