কাবুলে নারীদের বিক্ষোভে টিয়ার গ্যাস নিক্ষেপ, ছত্রভঙ্গ

কাবুলে নারীদের বিক্ষোভে টিয়ার গ্যাস নিক্ষেপ, ছত্রভঙ্গ

আন্দোলনরত নারীদের বিক্ষোভ

আফগানিস্তানের রাজধানী কাবুলে অধিকার আদায়ে আন্দোলনরত নারীদের বিক্ষোভে টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করেছে তালেবান। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা।

তালেবান নিয়ন্ত্রিত রাজধানী কাবুলে আফগান নারীদেরকে গত শুক্রবার বিক্ষোভ করতে দেখা যায়। রোববার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানিয়েছে, বিক্ষোভের অংশ হিসেবে নারীরা কাবুলের একটি সেতু থেকে প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে যাত্রা শুরু করলে তাদের ওপর চড়াও হয় তালেবান সদস্যরা। এসময় বিক্ষোভরত নারীদের ওপর টিয়ার গ্যাস ও পিপার স্প্রে ব্যবহার করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

তালেবান নিয়ন্ত্রিত কাবুলে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে নারীরা এই বিক্ষোভে অংশ নিয়ে আফগানিস্তানে তাদের সমানাধিকার এবং দেশটির রাজনীতি ও সম্ভাব্য নতুন সরকারে অংশগ্রহণ নিশ্চিত করার দাবি তোলেন।

তবে তালেবান বলছে, নতুন সরকারের প্রশাসনিক কাঠামো কেমন হবে, সেটি আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে। একইসঙ্গে গোষ্ঠীটি জানিয়েছে, নতুন সরকারে নারীদের অন্তর্ভুক্ত করা হলেও মন্ত্রিপরিষদে কোনো নারী স্থান পাবেন না।