তালেবানের জন্যই ভারতে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে!

তালেবানের জন্যই ভারতে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে!

তালেবানের জন্যই ভারতে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে!

ভারতে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম কেন আকাশছোঁয়া? আগে এই প্রশ্নের বাধাধরা জবাব ছিল, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির জন্যই দেশেও জ্বালানির মূল্যবৃদ্ধি হচ্ছে৷ কিন্তু সাম্প্রতিক কালে রান্নার গ্যাস বা পেট্রোল, ডিজেলের দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারের ওপরে দায় চাপানোরও উপায় নেই৷ কারণ আন্তর্জাতিক বাজারে দাম নিয়ন্ত্রণে থাকলেও ভারতে জ্বালানির নাম নিয়মিত ব্যবধানে বেড়েছে৷ এই পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধির নতুন এক কারণ খুঁজে পেয়েছেন দেশটির কর্ণাটক রাজ্যের এক বিজেপি বিধায়ক৷

কর্ণাটকের বিজেপি বিধায়ক অরবিন্দ বেল্লারের মতে, ভারতে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য দায়ী তালেবান৷ গত মে মাস থেকে ভারতে জ্বালানির দাম চড়চড় করে বেড়েই চলেছে৷ পেট্রোল ১০০ রুপি লিটার পেরিয়ে গিয়েছে৷ আর তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে এখনো এক মাসও হয়নি৷ তার পরও তালেবানকেই দুষছেন বিজেপি বিধায়ক৷


অরবিন্দ বেল্লার নামে ওই বিজেপি বিধায়কের যুক্তি, 'আফগানিস্তানে তালেবানের জন্য সঙ্কট তৈরি হওয়ার পর থেকেই অপরিশোধিত তেলের সরবরাহ কমে গেছে৷ তার ফলেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়ছে৷ মানুষ যথেষ্ট সচেতন, তারা দাম বৃদ্ধির প্রকৃত কারণ বুঝতে পারছেন৷'

অরবিন্দ বেল্লার কর্ণাটকের হুবলি-ধারওয়ার পশ্চিম কেন্দ্রের বিধায়ক৷ কয়েক দিন আগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পার পদত্যাগের সময় তার বদলি হিসেবে বেল্লার নামও শোনা যাচ্ছিল৷

গোটা বিশ্বের মধ্যে ভারত অপরিশোধিত তেলের তৃতীয় বৃহত্তম আমদানিকারী দেশ৷ সংবাদসংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসের হিসেব অনুযায়ী ভারত যে ছ'টি দেশের থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করেছে সেগুলো হলো- ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, নাইজেরিয়া, আমেরিকা ও কানাডা৷ ফলে কর্ণাটকের বিজেপি বিধায়কের যুক্তি একেবারেই ধোপে টিকছে না৷

গত কয়েক মাস ধরে ক্রমাগত পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির জেরে প্রবল সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদি সরকার৷ যদিও চাপের মুখে জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য কংগ্রেসকেই দুষেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ কয়ে কদিন আগে তিনি দাবি করেন, পূর্বতন ইউপিএ সরকারের আমলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোকে তেলের বন্ড দেয়া হয়েছিল৷ ওই খরচ সামাল দিতে গিয়েই সরকার এখন পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমাতে পারছে না বলে দাবি করেন অর্থমন্ত্রী৷ পাল্টা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল গান্ধি প্রশ্ন করেন, গত সাত বছরে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস বিক্রি করে মোদি সরকার ২৩ লাখ কোটি রুপি আয় করেছে৷ ওই টাকা দিয়ে কী করা হলো, সেই প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা৷
সূত্র : নিউজ ২৪