রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ছয়জন, উপসর্গ নিয়ে তিন ও করোনা নেগেটিভ হয়েও একজন মারা গেছেন।

আজ রোববার (৫সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেক হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টার পর্যন্ত ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।   মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাপন করার জন্য বলা হয়েছে।  

তিনি জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪২।

বর্তমানে হাসপাতালে আক্রান্ত ৬৩ জন ও উপসর্গ নিয়ে ৬৩ জন ভর্তি রয়েছেন। করোনা ধরা পড়েনি ভর্তি ১৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৭ জন। আর এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন।