পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩

পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৩

পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরো ২০ জন, তাঁদের মধ্যে ১৮ জন নিরাপত্তাকর্মী। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, রবিবার কোয়েটার মাস্টুং রোডে ফ্রন্টিয়ার কর্পস চেকপোস্টের কাছে বিস্ফোরণটি হয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত দের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে মনে করা হচ্ছে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহেরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিস্ফোররণের দায়ভার স্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি টুইটে লিখেছেন, ‘নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জখমদের দ্রুত আরোগ্য কামনা করি।‘ তেহেরিক-ই-তালিবান বিস্ফোরণের দায়ভার স্বীকার করে নিলেও হামলার পেছনে বিদেশি মদতপুষ্ট জঙ্গিদের হাত রয়েছে বলে ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন ইমরান।