করোনা টেস্ট করাতে বিমানবন্দরে বসছে পিসিআর মেশিন

করোনা টেস্ট করাতে বিমানবন্দরে বসছে পিসিআর মেশিন

করোনা টেস্ট করাতে বিমানবন্দরে বসছে পিসিআর মেশিন

বিমানে বিদেশগামীদের যাত্রার ঠিক আগে আগে করোনাভাইরাস টেস্ট করাতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে পিসিআর মেশিন বসানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসব যন্ত্রের মাধ্যমে চার ঘণ্টার মধ্যে কোভিড টেস্ট করাতে পারবেন যাত্রীরা। শুরুতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর মেশিন বসানো হবে।ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।আন্তর্জাতিক চাহিদার প্রেক্ষিতে করোনাভাইরাসের টেস্ট স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিভিন্ন দেশ থেকে নতুন করে শর্ত দেয়া হচ্ছে যে ফ্লাইটের চার, ছয় বা আট ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে। বেশ কয়েকটি দেশ থেকেই এই শর্ত দেয়া হয়েছে। এর জন্য সিদ্ধান্ত নেয়া হয়ছে যে বিমানবন্দরেই পিসিআর টেস্ট করানোর একটি ফ্যাসিলিটি (সুবিধা) বসানোর হবে।বিশ্বের সব বিমানবন্দরেই এখন এ ধরণের টেস্ট হচ্ছে জানিয়ে মি. ইসলাম বলেন, "যে যে দেশে যাবে, সে অনুযায়ী তার প্রয়োজন মতো সে বিমানবন্দর থেকেই টেস্ট করাতে পারবে।"

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পিসিআর টেস্ট করানোর জন্য আজই (সোমবার) নির্দেশনা দেয়া হয়েছে। দুই-তিন দিন কিংবা যত দ্রুত সম্ভব এটি সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।করোনাভাইরাসের কারণে যেসব দেশ বাংলাদেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল, তাদের মধ্যে কয়েক দেশ সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দেয়।

তবে নিষেধাজ্ঞা শিথিল হলেও সেসব দেশে ভ্রমণের জন্য কিছু শর্ত দেয়া হয়েছে। তার মধ্যে অনেক দেশই ছয় ঘণ্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পিসিআর টেস্টের বাধ্যবাধকতার কথা জানিয়েছে।এসব দেশের মধ্যে উল্লেখযোগ্য হলো সংযুক্ত আরব আমিরাত, যেখানে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ কাজের জন্য যায়।দেশটি ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য সব ধরণের ভিসা খুলে দিলেও ফ্লাইট ছেড়ে যাওয়ার অন্তত ছয় ঘণ্টা আগে বিমানবন্দরেই পিসিআর টেস্ট করানোর শর্ত জুড়ে দিয়েছে।

তবে বাংলাদেশের বিমানবন্দরে এখন পর্যন্ত এই সুযোগ না থাকার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার পরও সেখানে যেতে পারছেন না বাংলাদেশীরা।এমন শর্তের কথা প্রকাশিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে পিসিআর মেশিন বসানোর সিদ্ধান্তের কথা জানানো হলো।

মন্ত্রিপরিষদ সচিব জানান, বাংলাদেশের তিনটি বিমানবন্দর থেকে এখন আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়। এর মধ্যে প্রাথমিকভাবে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর টেস্টের ব্যবস্থা করা হবে।তবে বাকি আরও দুটি বিমানবন্দরে একই ব্যবস্থা চালু করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

সূত্র : বিবিসি