ইসরাইলের কারাগার থেকে সুড়ঙ্গপথে পালালেন ৬ ফিলিস্তিনি

ইসরাইলের কারাগার থেকে সুড়ঙ্গপথে পালালেন ৬ ফিলিস্তিনি

ইসরাইলের কারাগার থেকে সুড়ঙ্গপথে পালালেন ৬ ফিলিস্তিনি

ইসরাইলের একটি হাই সিকিউরিটি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি পালিয়ে গেছেন। এদের মধ্যে পাঁচজন ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য এবং একজন ফিলিস্তিনি প্রধান দল ফাতাহ গ্রুপের সাবেক কমান্ডার বলে জানা গেছে।ইসরাইলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এটাকে 'ভয়াবহ ঘটনা' হিসেবে অভিহিত করেছেন।

খবরে বলা হয়েছে, উত্তর ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ দিয়ে ছয়জন পালিয়ে গেছেন। তারা একই সেলে ছিলেন।
ইসরাইলিরা ২০০৪ সালে 'সবচেয়ে বিপজ্জনক' ফিলিস্তিনি বন্দীদের রাখার জন্য এই কারাগার নির্মাণ করেছিল।
ইসরাইলি কারা সূত্র জানায়, সোমবার ভোর ১.৩০-এ তারা পালানোর কাজ শুরু করে। আর পুলিশ তাদের পালানোর খবর পায় ভোর ৩টার দিকে।