ইসলামবিদ্বেষী সেই বৌদ্ধ ভিক্ষু কারামুক্ত

ইসলামবিদ্বেষী সেই বৌদ্ধ ভিক্ষু কারামুক্ত

আশিন উইরাথু

মিয়ানমারের কট্টর জাতীয়তাবাদী মনোভাব এবং ইসলামবিদ্বেষী কুখ্যাত বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথু কারামুক্ত হয়েছেন। সামরিক জান্তা সরকার সোমবার এক বিবৃতিতে তাকে কারামুক্ত করার কথা জানিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

এর আগে মিয়ানমারে বেসামরিক সরকার থাকাকালে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয় এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। পরে চলতি বছরের ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় অং সান সু চির বেসামরিক সরকার।

ভিক্ষু আশিন উইরাথু সামরিক সরকারের একজন সমর্থক বলেও পরিচিত। মুসলিম,বিশেষ করে রোহিঙ্গাদের আক্রমণ করে বক্তব্য রাখার কারণে ‘বৌদ্ধদের বিন লাদেন’ নামেও পরিচিতি রয়েছে তার।

২০১৯ সালে আশিনের বিরুদ্ধে ‘ঘৃণা ও বিদ্বেষ’ ছড়ানোর অভিযোগ আনা হয়। এর পরই আত্মগোপনে চলে যান তিনি। পরে গত বছরের নভেম্বরের দিকে তিনি আত্মসমর্পন করেন। তখন থেকে বিচার প্রক্রিয়াধীন ছিল।