উত্তর মেসেডোনিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

উত্তর মেসেডোনিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

উত্তর মেসেডোনিয়ায় হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

উত্তর মেসেডোনিয়ার টেটোভা শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত জটিল লক্ষণযুক্ত রোগীদের জন্য গত বছরই হাসপাতালটি নির্মাণ করা হয়। তবে হাসপাতালটিতে কত রোগীর চিকিৎসা চলছিল,সেটিও পরিষ্কার নয় বলে বিবিসির খবরে জানা গেছে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে,শহরের একটি প্রধান সড়কের কাছে একটি ভবন দাউদাউ করে আগুন জ্বলছে এবং আশপাশের এলাকা ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

বুধবার স্থানীয় সময় রাত ন'টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘণ্টাখানের মধ্যে শহরের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে।

কিন্তু হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপচে আশঙ্কা প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন,বেশ কিছু রোগীকে উদ্ধার করে রাজধানী স্কোপয়ে'র হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনাকে তিনি 'ভয়াবহ একটি দুর্ঘটনা' বলে উল্লেখ করেছেন। তবে এ সম্পর্কে আর কোন বিস্তারিত তথ্য দেননি।