ইরাকের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

ফাইল ছবি

ইরাকের একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানের রাজধানী এরবিলের ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটেছে বলে রয়টার্সের খবরে জানা গেছে।

কুর্দাস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এরবিলের বিমানবন্দরের কাছে রকেট হামলা হয়েছে। অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে বিমানবন্দর লক্ষ্য করে।

পরে কুর্দিস্তানের কাউন্টার টেররিজম ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরে রকেট নয়, ড্রোন হামলা হয়েছে। যে ড্রোনগুলো এক্ষেত্রে হামলাকারীরা ব্যবহার করেছে, সেগুলো বিস্ফোরকবাহী লাদেন ড্রোন ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা এরবিল বিমানবন্দর এলাকায় অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কারা এই হামলা করেছে, তাও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, কুর্দি শিয়া মিলিশিয়া বাহিনী এই হামলা চালিয়ে থাকতে পারে।