আদ্-দ্বীন মেডিকেলে সশরীরে ক্লাস শুরু

আদ্-দ্বীন মেডিকেলে সশরীরে ক্লাস শুরু

ফাইল ছবি

করোনা মহামারিতে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আজ সোমবার থেকে ঢাকা আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষক-শিক্ষার্থীদের কলেজে প্রবেশ করতে দেখা গেছে। শিক্ষক-শিক্ষাথীদের আগমনে উৎসব মূখর ছিল আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ। তবে মেডিকেল কলেজ খুললেও সব বর্ষের ক্লাস একসঙ্গে শুরু হবে না।

শুরুতে সশরীরে যেসব বর্ষের ক্লাস চলবে-

মেডিকেল কলেজে এমবিবিএস ১ম, ২য় এবং ৫ম বর্ষ; ডেন্টালের ১ম, ২য় এবং শেষ বর্ষ; নার্সিংয়ের বেসিক বিএসসি ইন নার্সিংয়ে ৩য় ও ৪র্থ বর্ষ, ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ২য় ও ৩য় বর্ষ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির ২য় ও ৩য় বর্ষ; ম্যাটসে ১ম ও ৩য় বর্ষের ক্লাস চলবে।