সিলেটে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট

সিলেটে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট

সিলেটে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট

সিলেটের একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ ভেঙ্গে ২৪ লাখ টাকার বেশি লুট করেছে একটি ডাকাত দল।ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানিয়েছেন, রোববার ভোর রাত চারটার দিকে শেরপুর নতুন বাজারের ইউসিবির এটিএম বুথে এই ঘটনা ঘটে।

তিনি বলছেন, ''শেরপুর নতুন বাজারে ইউনুস ম্যানশনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের একটি শাখা আছে এবং নীচতলায় তাদের একটি এটিএম মেশিন আছে। রোববার ভোর রাতে ওই এটিএম বুথের গার্ডকে বেঁধে রেখে এটিএম ভেঙ্গে টাকা লুট করা হয়েছে।''

স্থানীয়রা ভোরে গার্ডকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেয়।এটিএম বুথ থেকে ২৪ লাখ ২৫ হাজার ৪০০ টাকা লুট করা হয়েছে বলে ব্যাংক কর্মকর্তারা অভিযোগপত্রে উল্লেখ করেছেন।

এই ঘটনায় ব্যাংকের একজন কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা করেছেন। তবে সোমবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।মামলার এজাহারে বলা হয়েছে, টুপি ও মাস্ক পরে চার ব্যক্তি বুথে ঢুকে নিরাপত্তা কর্মীকে বেঁধে টাকা লুট করেছে।বুথের সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

সূত্র : বিবিসি