মধ্য রাতের আগে না ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

মধ্য রাতের আগে না ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

মধ্য রাতের আগে না ঘুমানো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

যেকোনো সময়ে আট ঘণ্টা ঘুমালেই তার প্রভাব এক নয়। মধ্যরাতে ঘুমিয়ে দুপুর বেলা পর্যন্ত ১০ ঘণ্টা ঘুমালেও সময়মতো আট ঘণ্টার ঘুমের সমতুল্য হয় না। এর পেছনে দায়ী শরীরের জৈবিক ঘড়ি ‘সার্কাডিয়ান রিদম’, যা মস্তিষ্কের সঙ্কেত পাঠায় ঠিক কখন ঘুমানোর সময়। এই সার্কাডিয়ান রিদমের অবাধ্য হলে শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে।

শরীর যেভাবে সময় বোঝে : কখন ঘুমানোর সময় আর কখন জেগে থাকার সময় সেটা মস্তিষ্ককে জানায় ‘সার্কাডিয়ান রিদম’। এমনকি ঘুমের মধ্যেও আশপাশের পরিবেশ অনুযায়ী কখন সতর্ক থাকতে আর কখন গভীর ঘুমে ডুবে যেতে হবে, তাও ঠিক করে দেয়। পৃথিবীর কক্ষপথ পরিমণ্ডলের সাথে তাল মিলিয়ে চলে এই সার্কাডিয়ান রিদম, যা ছাড়া শরীর কতটুকু কর্মশক্তি কখন কাজে লাগাবে তা নির্ধারণ করতে পারত না। ফলে জীবনের প্রতিটি ধাপেই সমস্যায় পড়তে হতো।

যুক্তরাষ্ট্রের ঘুম বিশেষজ্ঞ ও ‘নিউরোসাইন্টিস্ট’ ড. চেলসি রোশেব বলেন ‘চোখের মাধ্যমে যে সূর্যের আলো প্রবেশ করে তা দিয়েই সার্কাডিয়ান রিদম নিয়ন্ত্রিত হয়। চোখে যখন আলো তখন মস্তিষ্ক ‘মেলাটোনিন’ হরমোনকে দমিয়ে দেয়। আর এই হরমোনই মানুষের ঘুম নিয়ন্ত্রণ করে, মস্তিষ্কে সঙ্কেত পাঠায় কখন ঘুম দরকার। একইভাবে সন্ধ্যার পর চার দিক যখন অন্ধকার হয়ে আসে তখন ‘মেলাটোনিন’ উৎপাদন বেড়ে যায় এবং একটা নির্দিষ্ট মাত্রায় গিয়ে থেমে যায়। আর তখনই মস্তিষ্কে সঙ্কেত যায় যে ঘুমানোর সময় হয়েছে।’

সাধারণত এই মেলাটনিন সঙ্কেত ভালোভাবে আবির্ভূত হয় মধ্যরাতের আগে। তাই মধ্যরাতের পর থেকে যতই জেগে থাকা হবে ততই শারীরিক ঘড়ির ১২টা বাজবে। আমরা যখন ‘টাইম জোন’ অতিক্রম করি তখন এই প্রক্রিয়া ব্যহত হয়। ব্যাখ্যা করেন ঘুম-গবেষক কিংস কলেজ লন্ডনয়ের ড. নেরিনা নামলাখান। ‘দি লিটল বুক অব স্লিপ : দি আর্ট অব ন্যাচারাল স্লিপ বইয়ের এই লেখক আরো বলেন, তাপমাত্রা, আলোর ওঠানামা এরকম প্রাকৃতিক কারণেও সার্কাডিয়ান সময়ের ওপর প্রভাব রাখে। ফলে সময় সম্পর্কে ধারণা পেতে শরীরের সমস্যা হয়।

মধ্যরাতের আগে ঘুমানোর প্রয়োজনীয়তা : রোশেব আরো বলেন, মধ্যরাতের আগেই যদি আপনি ঘুমিয়ে পড়েন তবে দিনের বেলা লম্বা সময় সূর্যের আলো চোখে প্রবেশ করবে। ফলে শরীরের মেলাটোনিন হরমোনের ভারসাম্য থাকবে স্বাস্থ্যকর পর্যায়ে। আর এমনটা না হলে, সার্কাডিয়ান রিদময়ে বিশৃঙ্খলা তৈরি হবে, যে কারণে প্রচণ্ড ক্লান্তি নিয়ে শুয়ে যাওয়ার পরও ঘুম আসবে না, ঘুম ভেঙে যাবে।রাতে দেরি করে ঘুমানো আর ঘুম থেকে উঠতে দুপুর গড়িয়ে ফেলার অভ্যাস যাদের তৈরি হয়ে যায় তাদের জীবনের আয়ু কমতে থাকে বলে দাবি করে গবেষণা। পাশাপাশি তারা মনযোগ রাখতে পারে না, জ্ঞান আহরণের ক্ষমতা কমে, স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে।

মধ্যরাতের আগের ঘুমটা শরীর ও মস্তিষ্কের ক্ষয় পূরণের জন্য সবচাইতে জরুরি। আর তা করতে পারলে ঘুম থেকে ওঠার পর শরীর ও মন দু’টিই থাকে তরতাজা। দিনে তাড়াতাড়ি উঠলে কাজগুলো সেরে ফেলার জন্য সময়টাও কিন্তু বেশি পাওয়া যায়। আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম করার অভ্যাসগুলো রপ্ত করাও সহজ হয়, বলেন ড. রামলাখান।

মধ্যরাতের পরে ঘুমানোর ক্ষতি : কাজের প্রয়োজনে সবদিন রাত ১২টার মধ্যে ঘুমিয়ে পড়া সম্ভব হয় না এটাই বাস্তবতা। এমনটা কালেভদ্রে হলে সমস্যা নেই। তবে নিয়মিত হলেই সমস্যা। রোশেব বলেন, দেরিতে ঘুমালে, যত বেশিই ঘুম হোক না কেনো ক্লান্তি দূর হয় না। অবসাদ আর ‘থাইরয়েড’ হরমোনের সমস্যা দেখা দিতে পারে সে কারণে। আবার দেরিতে ঘুমানোর কারণে অভ্যাসের বেশি ঘুমিয়ে ফেলেন অনেকেই। ফলে ঘুম থেকে ওঠার পরও শরীর ম্যাজম্যাজ করে, আধোঘুম লেগে চোখে মুখে।

এ সময় মেজাজ খিটখিটে থাকে, কোনো কাজেই মনযোগ দেয়া যায় না, আবার ঘুমাতে ইচ্ছা করে। এভাবে দিনের পর দিন চলতে থাকলে একসময় মেজাজের ওপর স্থায়ী প্রভাব পড়বে, সাথে ঘটবে শারীরিক স্বাস্থ্যহানিও। তাই চেষ্টা করতে হবে রাত ১২টার মধ্যেই ঘুমিয়ে পড়তে। শহুরে জীবনে এটা আপাতদৃষ্টিতে অসম্ভব মনে হতে পারে। তবে ইচ্ছা থাকলেই উপায় হয়।