উত্তরপ্রদেশে ডেঙ্গুতে ৬০ জনের মৃত্যু

উত্তরপ্রদেশে ডেঙ্গুতে ৬০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। জানা গেছে, তাদের মধ্যে অধিকাংশই শিশু। সেখানকার বাসিন্দাদের শঙ্কা, ডেঙ্গুর এই প্রকোপ সামনের দিনগুলোতে আরো খারাপের দিকে যেতে পারে।

ভারতে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ফিরোজাবাদ জেলার লোকজন। ওই জেলায় আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। আগ্রা, মথুরা, মাইনপুরিতেও বাড়ছে রোগীর সংখ্যা।

ফিরোজাবাদের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা দিনেশ কুমার প্রেমী এ ব্যাপারে বলেন, ডেঙ্গু মোকাবিলায় আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। রোগীদের সার্বক্ষণিক চিকিৎসায় জেলায় ৯৫টি স্বাস্থ্য ক্যাম্প চালু করা হয়েছে। 
সূত্র: এনডিটিভি।