ভারতে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

ভারতে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

ভারতে ফের বাড়ল দৈনিক সংক্রমণ

বিশেষজ্ঞরা যখন আশঙ্কা করছেন, শীতের আগেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে, তখন ভারতের দৈনিক করোনা পরিসংখ্যান কিছুটা হলেও স্বস্তিতে রাখছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে।

তিন দিন পর ভারতেরর দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও এদিন ফের অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে অ্যাকটিভ কেসের এই পরিসংখ্যান কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে ভালোরকম স্বস্তি দিচ্ছে। এদিকে, বুধবারই দেশজুড়ে স্পুটনিকের সিঙ্গল ডোজ ভ্যাকসিনের তৃতীয় ডোজের ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ডিজিসিআই।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২৭ হাজার ১৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৭৫৫ জন। এক দিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৮৪ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে সামান্য কম। দেশে এখনো পর্যন্ত করোনার বলি ৪ লাখ ৪৩ হাজার ৪৯৭ জন।

গত ২৪ ঘণ্টায় স্বস্তি মিলেছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৮৭ জন। যা আগের দিনের থেকে প্রায় হাজার দশেক কম। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত ভারতে ৩ কোটি ২৫ লাখ ২২ হাজার ১৭১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। ৭৫ কোটি ৮৯ লাখেরও বেশি মানুষ এখন ভ্যাকসিনের আওতায়। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন প্রায় সাড়ে ৬১ লাখের বেশি নাগরিক। এদিকে বুধবারই দেশে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র পেয়েছে স্পুটনিকের সিঙ্গল ডোজের টিকা।
সূত্র : সংবাদ প্রতিদিন