সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

ছবি : সংগৃহীত

 সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  অনুষ্ঠিত হয়েছে।  এ সভায় দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগ চলাকালীন ও পরবর্তী সময়ে শিশুদের জন্য প্রতিশ্রুতি বাস্তবায়নে করনীয় সম্পর্কে আলোচনা হয়।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থা, সংগঠন ও ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেস্টায় দুর্যোগ প্রশমনে আমরা কাজ করে যাচ্ছি এবং সকলের সহযোগিতায় এ প্রচেষ্টা অব্যহত থাকবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাশরুবা ফেরদৌস, উপপরিচালক, স্থানীয় সরকার, সাতক্ষীরা, ডাঃ মোঃ মাহবুবর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, মোঃ রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ রেজাউল ইসলাম, ডিআইও-২, পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরা, মোঃ তারেক হাসান ভুঁঞা, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, সুফিয়া আক্তার, প্রোগ্রাম অফিসার, ইউনিসেফ, খুলনা প্রমুখ।