স্বর্ণ ও রৌপ্য পদক জিতে দেশের শীর্ষে মেহেরপুর

স্বর্ণ ও রৌপ্য পদক জিতে দেশের শীর্ষে মেহেরপুর

স্বর্ণ ও রৌপ্য পদক জিতে দেশের শীর্ষে মেহেরপুর

দ্বিতীয় জুনিয়র ক্লাব ভারোত্তোলন (অনূর্ধ্ব-২০) ২০২১ প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও দুটি রোপ্যপদক অর্জন করে দেশের শীর্ষে অবস্থান করেছেন মেহেরপুরের গাংনীর মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাব।

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন কর্তৃক আয়োজিত শুক্রবার ও শনিবার (১০ থেকে ১১ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী ঢাকা জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোয়াজ্জেম জিমন্যাস্টিক ক্লাবের হয়ে স্বর্ণপদক পেয়েছেন মিঠু ও ইবনে রাব্বি ইমন, রোপ্যপদক পেয়েছেন নাঈম ও বাচ্চু মিয়া।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ১৯৮৫ সাল থেকে ২০২১ পর্যন্ত মোট ১৯ বার বিভিন্ন স্থানে সাফল্য দেখিয়েছেন। আন্তর্জাতিক পর্যায়ে একটি স্বর্ণ, তিনটি রোপ্য‌ ও ৫টি ব্রোঞ্জপদক অর্জন করে। জাতীয় পর্যায়ে ৯২টি স্বর্ণ, ৯৭টি রোপ্য ও ৬৪টি ব্রোঞ্জসহ সর্বমোট ২৬২টি পদক পাওয়ার গৌরব অর্জন করে।