বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

বুসান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিন ছবি

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি তিনটি চলচ্চিত্র। এতে ‘কিম জিসোক পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছে জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'নো ল্যান্ডস ম্যান'। 'অ্যা উইন্ডো ইন এশিয়ান সিনেমা’ বিভাগে মনোনীত হয়েছে রাব্বি মৃধার 'পায়ের তলায় মাটি নেই' ও আব্দুল্লাহ মোহাম্মদ সাদের 'রেহানা মরিয়ম নূর'।

বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর বসছে ৬ অক্টোবর থেকে ১৫ই অক্টোবর। এবারই প্রথম বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে এই উৎসবে। 

'নো ল্যান্ডস ম্যান' ছবিতে বর্ণ, জাতীয়তা ও ধর্মীয় পরিচয়ের মতো বিষয় ছাড়াও সামাজিক বৈষম্যের নানা দিক তুলে ধরা হয়েছে। 'রেহানা মরিয়ম নূর' এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।