নওয়াপাড়ায় ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম প্রেরণ

নওয়াপাড়ায় ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম প্রেরণ

নওয়াপাড়ায় ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম প্রেরণ

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থগিত হওয়া যশোরের নওয়াপাড়া পৌরসভার নির্বাচন আগামীকাল। নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। আর সুষ্ঠুভাবে ভোট গ্রহণের লক্ষ্যে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ইভিএমসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। এছাড়া আইন-শৃংঙ্খলা রক্ষায় এরই মধ্যে সেখানে পুলিশ, আনসার সদস্যরা পৌঁছে গেছে। নির্বাচন পরিচালনার জন্যও সব ধরণের প্রস্তুতি নেয়ার কথা বলেছেন রিটানিং কর্মকর্তা। সবকিছু মিলিয়ে গোটা পৌরসভা এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। 

নির্বাচনে মেয়র পদে লড়ছেন তিনজন। নৌকা প্রতীক নিয়ে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার শান্ত,ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীক নিয়ে এইচ এম মহসিন,জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে আলমগীর হোসেন ফরাজী।এদিকে পৌরসভার ৯ টি ওয়ার্ডে সাধারন কাউন্সিল পদে ৫৪ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন অংশগ্রহন করছেন। পৌরসভায় মোট ভোটার ৬৩ হাজার ১৮৬ জন,পুরুষ ভোটার ৩১ হাজার ১৪১ জন ,মহিলা ভোটার ৩২ হাজার ৪৫ জন, মোট কেন্দ্র ৩০ টি।