ম্যাখোঁর সঙ্গে ফোনে কথা বলবেন বাইডেন

ম্যাখোঁর সঙ্গে ফোনে কথা বলবেন বাইডেন

ম্যাখোঁর সঙ্গে ফোনে কথা বলবেন বাইডেন

অস্ট্রেলিয়ার রাগ কমানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দিন কয়েকের মধ্যে বিষয়টি নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

সংবাদমাধ্যম এপি ফ্রান্সের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে সম্ভাব্য এ ফোনালাপের খবর জানিয়েছে। তাতে বলা হয়েছে, ফ্রান্স সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল জানিয়েছেন, বাইডেনের অনুরোধেই এ ফোনালাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এদিকে সম্প্রতি নিরাপত্তা বিষয়ক চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। সেই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়।

চুক্তিটির পর প্যারিসের সঙ্গে কয়েকশো কোটি ডলারের সাবমেরিন নির্মাণ চুক্তি বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় ফ্রান্স। এমনকি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতদেরও দেশে ফেরানো হয়।
সূত্র: এপি।