২৪ ঘণ্টায় ভারতে করোনার মৃত্যু ২৯৫

২৪ ঘণ্টায় ভারতে করোনার মৃত্যু ২৯৫

২৪ ঘণ্টায় ভারতে করোনার মৃত্যু ২৯৫

মহামারীর তৃতীয় ঢেউ সামলাতে ভারতের চেষ্টা ক্রমশ সাফল্যের পথেই এগোচ্ছে। দৈনন্দিন কোভিড গ্রাফে চোখ রাখলেই তা স্পষ্ট হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান বলছে, ভারতে করোনায় দৈনিক সংক্রমণ কমেছে আরো। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২৫৬ জন। মৃত্যু হয়েছে ২৯৫ জনের। রোববার সংক্রমণ, মৃত্যুর হার ছিল এর চেয়ে বেশি।

গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন দেশের ৪৩ হাজার ৯৩৮ জন। এই হার ক্রমশই ঊর্ধ্বমুখী। অনেকটা কমেছে অ্যাকটিভ কেসও। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩ লাখ ১৮ হাজার ১৮১।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মোট করোনা রোগীর সংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪১৯। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২৭ লাখ ১৫ হাজার ১০৫ জন। করোনার বলি মোট ৪ লাখ ৪৫ হাজার ১৩৩। তবে অনেকটা কমেছে অ্যাকটিভ রোগীর সংখ্যা। রোববার যা ছিল ৩ লাখ ৩২ হাজারের বেশি, সোমবার তা নেমে এল ৩ লাখ ১৮ হাজারের কাছে।

তবে কেরালা নিয়ে চিন্তা জারি এখনো। দেশের ৩০ হাজর ২৫৬ জন নতুন করোনা আক্রান্তের মধ্যে অর্ধেকের বেশিই কেরালার। দক্ষিণের রাজ্যে এক দিনে কোভিডে সংক্রমিতের সংখ্যা ১৯ হাজার ৬৫৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫২ জনের।
সূত্র : সংবাদ প্রতিদিন