আইপিএলের অধিনায়কত্বও ছাড়ছেন কোহলি

আইপিএলের  অধিনায়কত্বও ছাড়ছেন কোহলি

বিরাট কোহলি

টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জাতীয় দলের অধিনায়কত্ব আগেই ছেড়েছিলেন। এ বার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। রোববার রাতে আরসিবি-র পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোহলি।

কোহলি বলেছেন, 'আরসিবি পরিবার, বেঙ্গালুরুর অসাধারণ সমর্থকদের উদ্দেশে আজ আমি একটা ঘোষণা করতে চাই। আজ বিকেলেই গোটা দলের সাথে আমার কথা হয়েছে। আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, এটাই অধিনায়ক হিসেবে আরসিবি-তে আমার শেষ মরসুম। আজ বিকেলেই দল পরিচালন সমিতির সাথে আমার কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা চিন্তাভাবনা করছিলাম।'

কোহলির সংযোজন, 'কিছু দিন আগেই টি-টোয়েন্টিতে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছি যাতে অনেক বছর ধরে আমার ওপরে চেপে থাকা দায়িত্ব ভার কিছুটা কমে। যে দায়িত্ব আমার ওপরে রয়েছে তা আরো ভালোভাবে পালন করতে চাই। নিজেকে তরতাজা রাখতে, মানসিকভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে কী করতে চাই সেটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর আরসিবিতে সবকিছুই একটা বদলের মধ্যে দিয়ে যাবে। বড় নিলাম হতে চলেছে। আমি ম্যানেজমেন্টকে এটাও জানিয়েছি যে আরসিবি ছাড়া অন্য কোনো দলে নিজেকে দেখার কথা ভাবতেও পারি না। প্রথম দিন থেকেই সেটা আমার দায়বদ্ধতা। আইপিএল-এর শেষ পর্যন্ত নিজেকে আরসিবি-র ক্রিকেটার হিসেবেই দেখতে চাই। ৯ বছরের একটা দারুণ যাত্রা শেষ হলো। খুশি, দুঃখ দুটোই দেখতে পেয়েছি সামনে থেকে। আমাকে সমর্থন করার জন্য এবং আমার ওপরে আস্থা রাখার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রত্যেককে ধন্যবাদ।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যে ওই ফরম্যাটে জাতীয় দলকে আর নেতৃত্ব দিতে চান না, এ কথা গত বৃহস্পতিবার জানিয়েছিলেন বিরাট। তার দু’দিনের মাথায় ফের ক্রিকেটপ্রেমীদের চমকে দিলেন তিনি। টুইটারে আরসিবি-র ভিডিও পোস্ট হওয়া মাত্রই শোরগোল পড়েছে বিশ্বজুড়ে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা