চীন-আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

চীন-আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে জাতিসংঘের হুঁশিয়ারি

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস

বিশ্ব পরাশক্তি চীন ও আমেরিকার স্নায়ু যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেছেন, এই দুই দেশের ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশলগত প্রতিযোগিতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। 

বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জাতিসংঘ মহাসচিব। একই সঙ্গে দেশ দুটির মধ্যে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপনে তাদের প্রতি আহ্বানও জানান তিনি।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন সামনে রেখে বার্তা সংস্থা এপির মুখোমুখি হন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। 

গুতেরেস বলেন, বিশ্বের দুটি প্রধান অর্থনৈতিক শক্তির জলবায়ু ইস্যুতে পরস্পরকে সহযোগিতা করা উচিত এবং বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে আরও জোরালোভাবে আলোচনা করা উচিত; এমনকি মানবাধিকার, অর্থনীতি, অনলাইন নিরাপত্তা এবং দক্ষিণ চীন সাগরে সার্বভৌমত্বের বিষয়ে রাজনৈতিক সমস্যা তৈরি হওয়া সত্ত্বেও।
হতাশা ব্যক্ত করে তিনি বলেন, "দুর্ভাগ্যক্রমে, আজ কেবল একে অপরকে মোকাবিলা করা হচ্ছে।”
তিনি তার আগের সতর্কবাণীর পুনরাবৃত্তি করে বলেন, দুটি প্রতিদ্বন্দ্বী ভূ-রাজনৈতিক ও সামরিক কৌশল “বিপদ” বয়ে আনবে এবং গোটা বিশ্বকে বিভক্ত করবে। এই সম্পর্ক অবশ্যই ঠিক করতে হবে - এবং শীঘ্রই। আমাদের যে কোন মূল্যে আরেকটি স্নায়ু যুদ্ধ এড়ানো দরকার যা হবে অতীতের চেয়ে আলাদা এবং সম্ভবত আরও বিপদজনক এবং পরিচালনা করা হবে আরও কঠিন।