ভেড়ামারায় মূসক চালান বিহীন ১ লাখ ২০ হাজার শলাকা বিড়ি জব্দ

ভেড়ামারায় মূসক চালান বিহীন ১ লাখ ২০ হাজার শলাকা বিড়ি জব্দ

ভেড়ামারায় মূসক চালান বিহীন ১ লাখ ২০ হাজার শলাকা বিড়ি জব্দ

কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে যমুনা ও আয়ান বিডির মূসক চালান বিহীন ১ লাখ ২০ হাজার শলাকা বিড়ি জব্দ করেছে  কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২।

শনিবার (৯অক্টোবর) সন্ধা ৭টার দিকে ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সরকারের রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানের মূসক চালানবিহীন বিড়ি পৌঁছে দেয়া হয় এই অঞ্চল দিয়ে । এমন সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২ এর কর্মকর্তারা অভিযান চালিয়ে মূসক চালান বিহীন ৪০,০০০ শলাকা যমুনা বিড়ি ও ৮০,০০০ শলাকা  আয়ান বিড়ি জব্দকরে।  যার বর্তমান বাজার মূল্য ৮৬ হাজার ৪০০ টাকা। যার সাথে সরকারের রাজস্ব জড়িত আছে ৩৮ হাজার ৮৮০ টাকা।

পরবর্তীতে আটককৃত বিড়ি ভেড়ামারা কাস্টমস অফিস এ নিয়ে এসে গোডাউনে জমা প্রদান করা হয়।  মূসক আইন-২০১২ অনুযায়ী আটককৃত পণ্যের ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।