গলাচিপায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

গলাচিপায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

গলাচিপায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর সহযোগিতায় ২ দিনব্যাপী পরিবেশ বান্ধব সূর্যমুখী চাষের মাধ্যমে তৈল উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে এবং উপজেলা কৃষি ও সেচ কমিটির বাস্তবায়নে সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা আকরামুজ্জামান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর (জাইকা) স্বপন কুমার গণপতি ও গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।

এ প্রশিক্ষণে আগ্রহী ১০ জন নারী ও ৫০ জন পুরুষ কৃষককে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ বান্ধব উপায়ে সূর্যমুখী চাষে দক্ষ কৃষক হিসেবে গড়ে তোলা হবে। যাতে তারা সূর্যমুখী তৈল উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করেও বাজারে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হতে পারে।