দেশে প্রতিবছর ১০ লাখ গর্ভবতী মায়ের এ্যাবোশন হয়

দেশে প্রতিবছর ১০ লাখ গর্ভবতী মায়ের এ্যাবোশন হয়

দেশে প্রতিবছর ১০ লাখ গর্ভবতী মায়ের এ্যাবোশন হয়

যশোরে সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন, বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪০ লাখ মা গর্ভবতী হয়। যার মধ্যে প্রায় ১০ লাখ মায়ের এ্যাবোশন হয় এবং অবশিষ্ট ৩০ লাখ মায়ের ডেলিভারি হয়।

১১ জানুয়ারী ২০২২ মঙ্গলবার আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের গাইনী এন্ড অবস্ বিভাগ এই সেমিনারের আয়োজন করে। মেডিকেল কলেজের ডিজিটাল লেকচার গ্যালারীতে আয়োজিত সেমিনারে চেয়ারপার্সন ছিলেন অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: কামাল উদ্দিন।

সেমিনারে ফ্যাসিলিটেটর ছিলেন গাইনী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: বদরুন্নেছা বেগম। তিনি সেমিনারের মুল প্রতিপাদ্য “unfortunate woman with Severe Acute Maternal Morbidity (SAMM)Ó এর উপর বক্তৃতা করেন।

এছাড়া বিষয়টির উপর স্লাইড শো প্রেজেন্টেশন করেন গাইনী বিভাগের এ্যাসিস্ট্যান্ট রেজিষ্টার ডা: তন্বী মনি চন্দ এবং ইন্টার্ন ডা: সংগীতা বসু।

সেমিনারটির বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এস এম আবু আহসান, একাডেমিক কো-অর্ডিনেটর, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা: এএসএম রিজওয়ান, গাইনী বিভাগের অধ্যাপক ডা: মো: হাসানুজ্জামান ও সহযোগী অধ্যাপক ডা: মো: ইমদাদুল হক।সেমিনারটির চেয়ারপার্সন অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: কামাল উদ্দিন সবশেষে সেমিনারের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

উপস্থিত ছিলেন ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: মো: সালাহ উদ্দিন খান, বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা: মারুফা আক্তার, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা: মাহমুদা সুলতানা সুমী, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডা: মো: সিরাজুল ইসলাম, ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা: মীর মুয়ীদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। সেমিনারে ৩য় বর্ষের শিক্ষার্থী এবং ইন্টার্ন ডাক্তাররা অংশ নেন।