চট্টগ্রাম টেস্ট: দ্বিতীয় দিনের প্রথম সেশনে জোড়া আঘাত নাইমের

চট্টগ্রাম টেস্ট: দ্বিতীয় দিনের প্রথম সেশনে জোড়া আঘাত নাইমের

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে শ্রীলংকার দুই উইকেটের পতন হয়েছে। দু’টিই নিয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার নাইম হাসান। ফলে ১১৬ ওভারে ৬ উইকেটে ৩২৭ রান তুলে দ্বিতীয় দিনে মধ্যাহ্ন-বিরতি গেল সফরকারী শ্রীলংকা। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান করেছিলো শ্রীলংকা। সেঞ্চুরি তুলে ১১৪ রানে অপরাজিত ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। অপরাজিত ৩৪ রান করেছিলেন দিনেশ চান্ডিমাল। 

দ্বিতীয় দিন চান্ডিমালকে ৬৬ রানে ও উইকেটরক্ষক নিরোশান ডিকবেলাকে ৩ রানে বিদায় করেন নাইম। ২৮৮ বলে ১৮টি চার ও ১টি ছক্কায় ১৪৭ রানে অপরাজিত ম্যাথুজ। ১ রানে অপরাজিত রমেশ মেন্ডিস। 

বাংলাদেশের নাইম ৮৭ রানে ৪ উইকেট নিয়েছেন। ১টি করে শিকার আছে তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের। 

সূত্র: বাসস