গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২

গাজীপুরে ট্রেনের ধাক্কায় নিহত ২

ফাইল ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার জেলার কালীগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম রেলরুটের বড়নগর রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের হুদুরাপুর এলাকার মো: সিরাজুল ইসলামের ছেলে ডা: মো. আমিনুল ইসলাম প্রিন্স (৩২) এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাধীন বুবানীপাড়া এলাকার মো: শাহ্জাহান আলীর ছেলে মো: আহসান হাবীব তারেক (৩৮)।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে একটি মোটরসাইকেল যোগে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়ক পথে কালীগঞ্জ থানাধীন বড়নগরের অরক্ষিত রেলক্রসিং দিয়ে ঢাকা-চট্রগ্রাম রেললাইন পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুইজন ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আহসান হাবীব তারেক এবং ডা: আমিনুল ইসলাম প্রিন্স গুরুতর আহত হন। এ ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে রেললাইনের পার্শ্ববর্তী খাদে ছিটকে পড়ে। স্থানীয়রা আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ডা: আমিনুল ইসলাম। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।