ভারতে পাচার হওয়া ২৪ কিশোর-কিশোরীকে ফেরত

ভারতে পাচার হওয়া ২৪ কিশোর-কিশোরীকে ফেরত

সংগৃহীত

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ২৪ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশন।

৫ বছর পর স্বদেশ প্রত্যাবাসন আইনে মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ আইনি প্রক্রিয়া শেষে এ বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। এদিকে শিশুদের ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন তাদের স্বজনরা।

ফেরত আসা কিশোর-কিশোরীদের বাড়ি যশোর, সাতক্ষীরা, কক্সবাজার, নওগাঁ, চট্টগ্রাম, যশোর, ঢাকা, বাগেরহাট ও বরিশাল জেলার বিভিন্ন অঞ্চলে।

ফেরত আসা বাংলাদেশিদের আইনি সহায়তা দিতে ১৩ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার, ৬ জনকে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও ৫ জনকে রাইটস যশোর নামে ৩টি এনজিও সংস্থা গ্রহণ করেছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের কারণে ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে এরা ভারতে যায়। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অপ্রাপ্ত বয়স হওয়ায় এসময় আইনি সহায়তা দিতে ভারতীয় মানবাধিকার সংস্থা লিলুয়া, ধ্রুব আশ্রম ও সুকন্যা হোম তাদের আদালত ছেড়ে ছাড়িয়ে নিজের শেল্টার হোমে নেয়। পরে দুই দেশের সরকারের সহযোগিতায় স্বদেশ প্রত্যাবাসন আইনে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনি সহায়তা চায় তাহলে তাদের সহযোগিতা করা হবে বলে জানান এনজিও সংস্থার কর্মকর্তারা।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সেলর (কনস্যুলার) এএসএম হোসেন জানান, অভিভাবকদের আরও সচেতন হতে হবে। যাতে এসব অপ্রাপ্ত বয়স্ক ছেলে, মেয়েরা ঘর থেকে বিপথগামী না হয়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন