নারীদের আইপিএলে বাংলাদেশের ৯ ক্রিকেটার

নারীদের আইপিএলে বাংলাদেশের ৯ ক্রিকেটার

সংগৃহীত

নারী আইপিএলের প্রথম আসর শুরু হবে আগামী ৪ মার্চ থেকে। এর পূর্বে ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম নারী আইপিএলের মেগা নিলাম। মুম্বাইয়ের সেই নিলামে অংশ নিতে সারা বিশ্ব থেকে আগ্রহ প্রকাশ করেছে দেড় হাজারেরও অধিক ক্রিকেটার।

মোট ১৫২৫ নারী ক্রিকেটার আইপিএলে অংশ নিতে আগ্রহ প্রকাশ করলেও যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে ৪০৯ জন ক্রিকেটারকে। যাদের মাঝে ভারতীয় আছেন ২৪৬ জন ও বিদেশী ক্রিকেটারের সংখ্যা ১৬৩ জন।

যেখানে নাম আছে বাংলার ৯ বাঘিনীর, চূড়ান্ত তালিকায় টিকে গেছেন তারা। বোলারদের প্রথম সেটে জায়গা করে নিয়েছেন জাহানারা আলম। অলরাউন্ডারদের দ্বিতীয় সেটে রাখা হয়েছে সালমা খাতুনকে। এ ছাড়াও স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মনি ও সোবহানা মুস্তারি রয়েছেন নারী আইপিএলের নিলামের তালিকায়।

সর্বোচ্চ মূল্যের ভিত্তি তালিকা নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ রূপি। তালিকায় স্থান পেয়েছেন মোট ২৪ জন ক্রিকেটার, তবে বাংলাদেশের নেই কেউ।