যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ৮৩.৯৫ শতাংশ

যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ৮৩.৯৫ শতাংশ

যশোর শিক্ষা বোর্ডের পাশের হার ৮৩.৯৫ শতাংশ

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে গত বছর উচ্চমাধ্যমিকে  ফলাফলে দেশ সেরা সাফল্য হলেও এবছর অবনমন ঘটেছে। এ বছর বোর্ডের গড় পাশের হার ৮৩দশমিক ৯৫শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ৭০৩জন। গত বছর গড় পাশের হার ছিলো ৯৮.১১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডের তথ্য মতে, চলতি বছর খুলনা বিভাগের ১০ জেলার ৫৭৩টি কলেজ থেকে ১ লাখ ৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ হাজার ২৬৯ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছেলে পরীক্ষার্থী ৫০ হাজার ১৮৩জন ও মেয়ে পরীক্ষার্থী ৪৮ হাজার ৮৬ জন। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ১৭হাজার ৭৪৭জন, মানবিক বিভাগের ৬৭ হাজার ৬৭২জন ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ১২হাজার ৮৫০জন। এবছর শতভাগ পাস করেছে ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। একজনও পাশ করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬টি।

বন্যাসহ নানা কারণে এ বছর নির্ধারিত সময়ের প্রায় ৭মাস পর পরীক্ষা অংশ নেন শিক্ষার্থীরা। করোনা পরবর্তী এ ফলাফল সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী শিক্ষক ও বোর্ড কর্মকর্তারা।