প্রশিক্ষণের সময় বরিশাল ক্যাডেট কলেজ শিক্ষার্থী নিহত

প্রশিক্ষণের সময় বরিশাল ক্যাডেট কলেজ শিক্ষার্থী নিহত

প্রশিক্ষণের সময় বরিশাল ক্যাডেট কলেজ শিক্ষার্থী নিহত

বরিশাল ক্যাডেট কলেজে প্রশিক্ষণরত অবস্থায় দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের রহমতপুরে ক্যাডেট কলেজ ক্যাম্পাসে  সালমান জুবায়ের (১৫) আহত হন।

পরে দুমকিতে শেখ হাসিনা সেনানিবাসের সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।২০২০ সালে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় সে সারা দেশে প্রথম হয়েছিল।শিক্ষার্থী সালমান পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজী বিষয়ের বিভাগীয় প্রধান মো. শাহজালালের ছেলে।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বিজয় বলেন, বিকাল পাঁচটার দিকে রক্তাক্ত অবস্থায় ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে নিয়ে আসা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পারভেজ মেহেদী ইসিজি পরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, আমাকে অফিসিয়ালভাবে এখনো  বিষয়টি জানায়নি।

গলাচিপা সরকারি কলেজ পরিবার ফেসবুক পেজে জুবায়েরের ছবি দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে ‘গলাচিপা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. শাহজালাল স্যার এর বড় ছেলে ক্যাডেট সালমান রহমান জুবায়ের (দশম শ্রেণির ছাত্র, বরিশাল ক্যাডেট কলেজ) ট্রেনিং করার সময় এক্সিডেন্ট করে লেবুখালী সি এম এইচ-এ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন!’

সূত্র : ইউএনবি