তুরস্কে ভূমিকম্প : ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

তুরস্কে ভূমিকম্প : ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

ফাইল ছবি

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা হিসেবে বিশ্বব্যাংক বৃহস্পতিবার তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা করেছে। যেখানে ২১ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি সোমবার ভোরে আঘাত করেছিল। এ সংবাদ লেখা পর্যন্ত ১০টি দক্ষিণ-পূর্ব প্রদেশ জুড়ে ৭০ হাজার জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি। আমরা সরেজমিনে জরুরি ও ব্যাপক চাহিদার দ্রুত মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছি।’

তিনি বলেন, ‘এটি দেশের পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলা চিহ্নিত করবে। কারণ, আমরা সেই চাহিদাগুলোকে সমর্থন দেয়ার জন্য অপারেশন প্রস্তুত করছি।’

ব্যাংক বলেছে, তুরস্কে বিদ্যমান দু’টি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে ৭৮০ মিলিয়নের তাৎক্ষণিক সহায়তা দেয়া হবে।

ওয়াশিংটনভিত্তিক উন্নয়ন ঋণদাতা এই ব্যাংকটি বলেছে, ‘সহায়তা পৌর পর্যায়ে মৌলিক অবকাঠামো পুনঃনির্মাণের জন্য ব্যবহার করা হবে।’

ইতোমধ্যে বিপর্যয় থেকে পুনরুদ্ধার ও পুনর্গঠনের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তার জন্য এক বিলিয়নের বেশি সহায়তা প্রস্তুত করা হচ্ছে।

তুরস্কে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হাম্বারতো লোপেজ বলেছেন, দেশের চাহিদাগুলো ‘ব্যাপক ও ত্রাণ থেকে পুনর্গঠন পর্যন্ত পুরো পরিসরে বিস্তৃত।’

সূত্র : বাসস