চুয়াডাঙ্গা সীমান্তে ১০টি সোনার বার জব্দ

চুয়াডাঙ্গা সীমান্তে ১০টি সোনার বার জব্দ

প্রতীকি ছবি

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। জব্দ সোনার ওজন এক কেজি ১০০ গ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৩টার দিকে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে সোনাগুলো জব্দ করা হয়। এসময় অজ্ঞাত পাচারকারী ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার বিকালে মুন্সিপুর সীমান্তের ৯২/১০-আর পিলারের অদূরে অ্যাম্বুশ করে বিজিবির একটি টহল দল। এসময় অজ্ঞাত এক পাচারকারীকে ভারত সীমান্তের দিকে যেতে দেখে তাকে ধাওয়া করে বিজিবি। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পাচারকারী কসটেপ মোড়ানো তিনটি প্যাকেট ফেলে রেখে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে প্যাকেটগুলো উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান, জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।