নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা

ফাইল ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। হারের বৃত্ত ভেঙে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরুর স্বপ্ন বাংলাদেশ দলের। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জ্যোতি-সালমারা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা সুখকর স্মৃতি নেই বাংলাদেশের। ২০১৪ সালের পরের তিন আসরে কোনো ম্যাচ জয়ের দেখা পায়নি টাইগ্রেসরা। তবে নিজেদের পঞ্চম বিশ্বকাপে সেই ইতিহাস বদলাতে চায় নিগার সুলতানার দল।
এরই মধ্যে বিশ্বকাপে এক ম্যাচ খেলে ফেলেছে লঙ্কানরা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভসূচনা করেছে তারা। আত্মবিশ্বাসী দলটিকে হারাতে সেরা খেলাটাই খেলতে হবে হাসান তিলকারত্নের শিষ্যদের।
এ গ্রুপে বাকি দলগুলোর চেয়ে সামর্থ্য বেশ পিছিয়ে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের আটে রয়েছে লাল-সবুজরা। একধাপ উপরে আছে শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের বিপক্ষেও রেকর্ড সুবিধার না। শেষ পাঁচ দেখায় একটিতেও জয়ের মুখ দেখেনি সালমা-জাহানারারা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিলারা আকতার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আকতার, নাহিদা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।
স্ট্যান্ড বাই
রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমীন আক্তার সুপ্তা।