মানিকগঞ্জে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জে শিশু হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

মানিকগঞ্জের হরিরামপুরে শিশু বৃষ্টি আক্তার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ১১টায় জেলা ও দায়রা জজ জয়শ্রী সমাদ্দার এই আদেশ।

মামলার বিবরণে জানা যায়, হরিরামপুর উপজেলার সরবদীনগর গ্রামের রমজান আলীর মেয়ে বৃষ্টি আক্তারকে বিয়ের প্রস্তাব দেন আবুল হোসেন। বৃষ্টির বাবা-মা বিয়েতে  রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আবুল ২০১৭ সালের ৫ নভেম্বর দুপুরে বৃষ্টির বসত ঘরে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিনই বৃষ্টির মা আকলিমা বেগম বাদী হয়ে আবুল হোসেনকে আসামি করে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলার তদন্ত শেষে পরের বছর ১০ জুলাই এসআই কোহিনুর মিয়া আবুল হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে এই মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।